News

চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষ্যে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ‘চিত্রাংকন প্রতিযোগিতায়’ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে আন্তরিক ধন্যবাদ। উক্ত প্রতিযোগিতায় নিম্নলিখিত প্রতিযোগীগণ বিজয় লাভ করায় মান্যবর রাষ্ট্রদূতের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন:

গ্রুপ-ক

অতারু দাস
রায়াত সাওয়াফ কবির
আজরিন কারিমা নাবা
সম্প্রীতি ঘোষ
সানিয়া সুফিয়ান
রুতবাহ জামান শিজা
শাহিদুল ইসলাম আরিয়ান

গ্রুপ-খ

হোসাইন আহমেদ চৌধুরী
ইউরি দাস
তনুতা ঘোষ
নুসাইবা রহমান ওয়ার্দা
মোঃ শাহান
তাহসিন ইসলাম শব্দ
প্রগতি ঘোষ
আলিনা রহমান
নওশীন রহমান

গ্রুপ-গ

রুশান আজীবু

 

জাপানে বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তিগত উপস্থিতি পরিহার করে সনদ ও পুরস্কার বিজয়ীগণের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে।

 

Download PDF

Back