জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আগামী ১৭ই মার্চ ২০২১ তারিখে ‘জাতীয় শিশু দিবস-২০২১’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, টোকিও ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক থিমের উপর একটি শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। জাপানে বিদ্যমান কোভিড পরিস্থিতি এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিন্ন আঙ্গিকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দূতাবাস কর্তৃক নির্ধারিত যথাযথ নিয়মাবলী অনুসরণ করে ডাকযোগে ছবি প্রেরন করতে হবে। ‘ছবি নির্বাচন কমিটি’ সেই সকল ছবি থেকে বাছাই করে ‘সেরা ছবি’ নির্বাচন করবে। অতএব, জাপানে বসবাসরত আগ্রহী বাংলাদেশী শিশুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহবান করা হচ্ছে।